বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশবাসী প্রকৃত অর্থে স্বস্তি ও উন্নয়নের সুফল ভোগ করবে। আর সেই পথেই বাংলাদেশ আবারো মুক্ত হবে দুঃশাসন ও দুর্নীতির কবল থেকে। মঙ্গলবার দুপুরে দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার একাধিক পূজামণ্ডপ ঘুরে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান। বিএনপি কখনো কারও ধর্মীয় অনুভূতিকে আঘাত করে না। সুখে-দুঃখে আমরা সবসময় জনগণের পাশে থেকেছি, থাকবোও। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আফরোজা খানম রিতা বলেন, আমরা চাই সবাই মিলেমিশে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। অতীত প্রমাণ করেছে—জনগণের ভোটেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং ভবিষ্যতেও জনগণের ম্যান্ডেট নিয়েই সরকার গঠন করবে। বিএনপির এই নেত্রী বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে সরকার ও প্রশাসন যখন কার্যত অচল হয়ে পড়েছিল, তখন...