রাজধানীর ধানমণ্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত মডেল ও লিডারশিপ ট্রেইনার মেঘনা আলমের পাসপোর্ট ফেরত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে মেঘনা আলমের পক্ষে শুনানি করেন তার আইনজীবীরা অ্যাডভোকেট মহিমা বাঁধন ও মহসিন রেজা পলাশ। তারা জানান, মেঘনা আলম একজন আন্তর্জাতিক মানের লিডারশিপ ট্রেইনার এবং নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেই প্রেক্ষিতে তার পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। তবে আদালত তাদের যুক্তি আমলে না নিয়ে আবেদনটি নামঞ্জুর করেন। এর আগে, গত ২৯ জুলাই মেঘনা আলমের আইনজীবী পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপ ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। তবে ওইদিন আদালত মেঘনার মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান...