লন্ডনের ট্যাভিস্টক স্কয়ারে মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে গান্ধী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর গ্রাফিতিও আঁকা হয়েছে।ঘটনাটিকে কেন্দ্র করে ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। গান্ধীর জন্মবার্ষিকী ও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অহিংসা দিবস (২ অক্টোবর) পালনের কয়েক দিন আগে এ ঘটনা ঘটে। ভারতীয় হাইকমিশন বলছে, এটি কেবল ভাঙচুর নয়, বরং অহিংসার আদর্শের ওপর একটি সহিংস আক্রমণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রোঞ্জ নির্মিত মূর্তিটির গায়ে ও বেদিমুখী সিঁড়িতে স্প্রে-পেইন্ট করে লেখা হয়েছে— ‘Gandhi-Modi Hindustani Terrorists’। এ ঘটনায় স্থানীয় জনগণ ও প্রবাসী ভারতীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও পরিষ্কার নয়। ভারতীয় হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, লন্ডনের ট্যাভিস্টক স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। এটি শুধু ভাঙচুর নয়, বরং...