নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠলো। আজ মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মূল আয়োজক ভারত ও সহ-আয়োজক শ্রীলংকা। ভারতের গৌহাটিতে এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা নারী ক্রিকেট দল। ভারত প্রথমে ব্যাটিং করবছে। শ্রীলংকা:চামারি আথাপাথু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হর্ষিতা সামারাবিক্রমা, ভিশমি গুনারত্নে, কবিশা দিলহারি, নীলাক্ষীকা সিলভা, আনুশকা সঞ্জীওয়ানি (উইকেটরক্ষক), সুগান্দিকা কুমারী, অচিনি কুলসুরিয়া, উদেশিকা প্রবোধনি ও ইনোকা রানাওয়েরা। ভারত:স্মৃতি মান্ধানা, প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগস, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, আমানজোত কৌর, স্নেহ রানা, ক্রান্তি গৌড় ও শ্রী চরণি। নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠলো। আজ মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মূল আয়োজক ভারত ও সহ-আয়োজক শ্রীলংকা। ভারতের গৌহাটিতে এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা নারী...