দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট দিয়ে আগামী পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটির সময় বন্দর দিয়ে ভারতের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী রোবাবর (২৮ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত শুল্ক স্টেশন দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. তারিফ মিয়া বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী ৩ অক্টোবর থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। তবে দুর্গাপূজার ছুটি শেষে লক্ষ্মী পূজা উপলক্ষে আগামী ৬-৭ অক্টোবর পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন বিভাগ চালু আছে। আরও পড়ুন:আটদফা দাবিতে কুলাউড়ায় ট্রেন আটকে বিক্ষোভদুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি তিনি জানান, প্রতিবছরের মতো এবারও হিন্দু...