অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল এবং তার স্ত্রী জাহানারা ইয়াসমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মামলা অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক এমপি আলী আজম মুকুল জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৯২ লাখ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন। এছাড়া তিনি নিজ ও প্রতিষ্ঠানের নামে পাঁচটি ব্যাংকের ৩৭টি হিসাবে মোট ২৭ কোটি ৫৯ লাখ টাকা জমা এবং ২৬ কোটি ১৯ লাখ টাকা উত্তোলন করেন। এতে তার নামে সর্বমোট ৫৩ কোটি ৭৯ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মেলে। অন্যদিকে মুকুলের স্ত্রী জাহানারা ইয়াসমিন যিনি ন্যাশনাল ব্যাংকের...