বরিশালের বাকেরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তার মধ্যে পালিত হচ্ছে। ৩০ সেপ্টেম্বর রাত ২ টায় উপজেলার বৃহত্তম দেবালয় পূজা মন্দির পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। পরিদর্শনকালে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, “আমি স্পষ্টভাবে কথা বলি—এই দেশটা কারো বাপের না। এই দেশটা আমার, আপনার, আমাদের সবার। এখানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ‘সংখ্যালঘু’ শব্দ বলে কিছু নেই—আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক। এ সময় তিনি আরও বলেন, “প্রায়ই আমরা রসিকতার ছলে বলি, কোনো পরিবারের যদি সন্তান না থাকে, তাহলে কি আমরা বলি তারা ‘সংখ্যালঘু পরিবার’? না, বলি না। তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই কেন এই...