পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কোরের (এফসি) আঞ্চলিক সদর দপ্তরের কাছে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোয়েটার ব্যস্ত জারঘুন রোডে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পরপরই এলাকাজুড়ে ভারী গুলিবর্ষণের শব্দ শোনা যায়, যা শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার আল জাজিরাকে বলেন, নিহতদের মধ্যে দুজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকিরা সবাই সাধারণ নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি গাড়ি দ্রুত ঘুরে এফসির সদর দপ্তরের দিকে অগ্রসর হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই...