সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সারা দেশের ন্যায় রাজধানী ঢাকার উপকণ্ঠে অবস্থিত সাভার উপজেলাতেও জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে। উপজেলার প্রায় আড়াই শতাধিক মন্দিরে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতিটি মন্দিরে নিয়মিত পূজা-অর্চনায় অংশ নিচ্ছেন ভক্ত ও অনুরাগীরা। শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পূজামণ্ডপে এসে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করছেন। পূজাকে কেন্দ্র করে অনেক মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা, যা পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি করেছে। বিশেষ করে তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্রী শ্রী আনন্দময়ী ও শ্মশান কালী মন্দিরে বুধবার সকাল থেকে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা সেখানে পূজায় অংশগ্রহণ করেন। সকাল থেকেই শিশু-কিশোরদের সরব উপস্থিতি পূজার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এ বিষয়ে শ্রী শ্রী আনন্দময়ী ও শ্মশান...