কুমিল্লায় লবণের ট্রাকের আড়ালে ইয়াবা বহনের মামলায় ট্রাকচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তার সহযোগীকে দেওয়া হয়েছে দুই বছরের সশ্রম কারাদণ্ড। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে ট্রাকচালক মো. সাদ্দাম হোসেন হাজারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। অন্যদিকে সহযোগী মো. আয়নাল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া...