তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীর জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শুনানি নিয়ে জামিন নামঞ্জুরের আদেশ দেন। বুবলীর পক্ষে কায়েস আহমেদ অর্ণব জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘মামলার ঘটনার সঙ্গে এ আসামি জড়িত না। হয়রানি করতে তাকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আর তিনি সাবেক সংসদ সদস্য। গত জাতীয় সংসদে সংসদ সদস্য পদে ছিলেন না। এজাহারে তার নাম ছিল না। সন্ধিগ্ধ হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্লোরিয়াস রাজনৈতিক ফ্যামিলি তাদের। তার স্বামী নরসিংদী পৌরসভার একজন জনপ্রিয় মেয়র ছিলেন। তার জামিনের প্রার্থনা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।’ এর আগে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযানে মিরপুর...