পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কোর (এফসি) সদর দফতরের কাছে একটি ব্যস্ত সড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যস্ত একটি সড়কে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার বলেন, ‘বিস্ফোরণে আহতদের সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।’ ভিল লাইনস থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) আমিন জাফর জানান, ‘বিস্ফোরণের পর আটটি মৃতদেহ সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। তবে, বাকি দুইজনের মরদেহ এখনও পাওয়া যায়নি।’ কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালুচ বলেন, ‘বিস্ফোরণটি ঘটে যখন একটি গাড়ি মডেল টাউন থেকে ঘুরে হালি রোডের দিকে যাচ্ছিল, যেটি এফসি সদর দফতরের খুব কাছেই।’ টেলিভিশন এবং সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও...