অভিনেতা আনিসুর রহমান দীপু লম্বা সময় ধরে প্রবাসে আছেন। থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। অভিনয় থেকে ছুটি নিয়ে করছেন রিয়েল এস্টেট বিজনেস। তবে আসার কথা, আবার তিনি ফিরছেন পর্দায়। এবার সঞ্চালনা। অনুষ্ঠানের নাম ‘স্বপ্ন বাড়ি’। আরটিভি’র জন্য নির্মাণ পরিকল্পিত অনুষ্ঠানটিতে দীপু তুলে ধরবেন বাড়ি কেনা-বেচার খবর। পর্দায় ফেরা প্রসঙ্গে দীপু বলেন, ‘এই অনুষ্ঠান গতানুগতিক রিয়েল এস্টেট সংক্রান্ত অনুষ্ঠানগুলো থেকে একটু ব্যতিক্রম হবে। শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও অনেক বিষয় থাকবে, তাতে দর্শকরা রিয়েল এস্টেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন। আরটিভির সিইও আশিকুর রহমান এবং শ্রদ্ধাভাজন প্রযোজক মনোয়ার পাঠান ভাইয়ের অনুপ্রেরণাতেই এই অনুষ্ঠান করা।’ দীপু জানান, তার পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় শিগগিরই সম্প্রচারে আসবে ‘স্বপ্ন বাড়ি’। এদিকে দেশের টিভি নাটক বা ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ না করলেও যুক্তরাষ্ট্র থেকেই নিজেকে মিডিয়ার...