সুষ্ঠুভাবে দুর্গাপূজা আয়োজনে বাধা এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পাহাড়ে ফ্যাসিস্টরা এসব ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন উপদেষ্টা। পাহাড়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পাহাড়ের পরিস্থিতি শান্ত। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখন পাহাড়ে কোনো সমস্যা নাই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা উদযাপন না করতে পারে। কিন্তু তারা আসলে সফল হয়নি।’ এরপর আজই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর আজিমপুর ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পাহাড়ে যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন না হয়–এজন্য একটা মহল বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল, ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সেটি প্রতিহত করেছে।’...