তরুণ-তরুণীরা স্বপ্ন দেখছেন বিশ্বজয়ের। সেই স্বপ্ন পূরণের অন্যতম পথ হলো বিদেশে উচ্চশিক্ষা। কিন্তু ভিন্ন সংস্কৃতি ও নতুন পরিবেশে মানিয়ে নেওয়া অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে শুধু ভিসা পাওয়া বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই শেষ লক্ষ্য নয়—এটি বরং যাত্রার শুরু। নতুন দেশে গিয়ে ভিন্ন সংস্কৃতি ও পরিবেশের সাথে মানিয়ে নিতে হলে দরকার অধ্যবসায়, মানসিক শক্তি এবং দূরদর্শী পরিকল্পনা। যারা একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের অভিযোজন ক্ষমতা ও দক্ষতা গড়ে তুলতে পারেন; তারাই সত্যিকারের সফল হয়ে গড়ে তোলে উজ্জ্বল ভবিষ্যৎ। অচেনা পরিবেশে মানিয়ে নিয়ে নিজের ক্যারিয়ার এগিয়ে নিতে হলে প্রয়োজন কিছু অপরিহার্য দক্ষতা। এমন কয়েকটি দক্ষতার বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বেলোয়েট কলেজের স্নাতকের শিক্ষার্থী জোবায়ের আহমেদ। লিখেছেনআনিসুল ইসলাম নাঈম— সাংস্কৃতিক সচেতনতা ও মানিয়ে নেওয়ার দক্ষতাবিদেশে গিয়ে অনেক শিক্ষার্থীই সাংস্কৃতিক ধাক্কার (কালচারাল...