স্পেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত রোটা ও মোরোন সামরিক ঘাঁটি ব্যবহার করে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। স্প্যানিশ দৈনিক এল পাইস জানায়, স্পেনের ঘাঁটিগুলো দেশের সার্বভৌমত্বের অংশ ও এ ঘাঁটিগুলোতে যে কোনো কার্যক্রম কেবল দেশীয় কর্তৃপক্ষের অনুমোদনেই সম্ভব। আটলান্টিক উপকূলের কাদিজ শহরের কাছে রোটা নৌঘাঁটি ও সেভিয়ার নিকটবর্তী মোরোন বিমানঘাঁটি দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করে আসছিল। তবে স্প্যানিশ সরকারের দাবি, ঘাঁটিগুলো স্পেনের নিয়ন্ত্রণাধীন ও যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো দেশ স্বাধীনভাবে সেগুলো ব্যবহার করতে পারে না। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান...