বিজ্ঞানের বিভিন্ন সাফল্যের মধ্যে অন্যতম টেলিভিশন উদ্ভাবন। ১৯২৫ সালের ২ অক্টোবর স্কটিশ উদ্ভাবক জন লোগি বেয়ার্ড প্রথমবারের মতো মানুষের মুখের একটি স্পষ্ট চলমান ছবি প্রেরণ করতে সক্ষম হন। টেলিভিশনের সেই প্রথম অভিনেতা ছিলেন তরুণ অফিস সহকারী উইলিয়াম টেইন্টন। টেলিভিশন আবিষ্কারের চেষ্টায় বিজ্ঞানীরা ১৮৫০ সাল থেকে গবেষণা শুরু করলেও পুরোনো সাইকেলের বাতি, কাঠের টুকরো আর বিস্কুটের কৌটা দিয়ে তা বাস্তবে রূপ দিয়েছিলেন বেয়ার্ড। বড় সাফল্যের আগে বেয়ার্ড ছিলেন এক ধারাবাহিক উদ্ভাবক—কখনো সফল, কখনো ব্যর্থ। স্বাস্থ্যজনিত কারণে প্রথম বিশ্বযুদ্ধে যেতে না পারলেও উদ্ভাবনের নেশায় বিভোর ছিলেন। পরিবর্তে তিনি একটি বিদ্যুৎ কোম্পানিতে কাজ শুরু করেন এবং নানা পরীক্ষা-নিরীক্ষা চালাতে থাকেন। তবে দুর্ঘটনায় বিদ্যুতের আঘাতে পুড়ে যাওয়ার পর বেয়ার্ড লন্ডনের সোহোতে চলে আসেন এবং ২২ ফ্রিথ স্ট্রিটে একটি নতুন ল্যাব গড়ে তোলেন। তীব্র আলো-তাপে...