নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপের স্ত্রী গুলশান আরা মিয়ার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। দুদক সূত্র জানা গেছে, সাবেক সংসদ সদস্য গোলাপের স্ত্রী গুলশানকে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য গত ১৫ এপ্রিল আদেশ জারি করা হয়। গুলশান বিবরণী জমা দেওয়ার সময় বাড়ানোর জন্য গত ২৩ জুলাই দুদকে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ কার্যদিবস সময় বৃদ্ধি করে গত ২১ আগস্ট নির্ধারণ করে দুদক। তবে এ সময় শেষ হলেও গুলশান বিবরণী জমা দেননি। দুদকের মহাপরিচালক বলেন, সম্পদ বিবরণী জমার আদেশ প্রাপ্তির পর সে অনুযায়ী লিখিত বিবৃতি বা তথ্য দিতে ব্যর্থ হওয়ার...