৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনের সময় নিয়ে তার দলের কোন আপত্তি নেই। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলার সদর উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। সারজিস বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিতে চায় সেখানে এনসিপির কোনো আপত্তি থাকবে না। তবে আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই। জুলাই সনদের আইনগত ভিত্তি চাই। যেটার মধ্য দিয়ে মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হবে।’ তিনি বলেন, ‘আমাদের শাপলা প্রতীক পাওয়ার সঙ্গে নির্বাচন এগিয়ে আনা বা পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন বাইরের চাপে পিষ্ট না হয়ে শাপলা দেবে, এটা আমাদের প্রত্যাশা। এর জন্য আইনগতভাবে কিংবা রাজপথে যেতে হলেও আমরা যাব। যাদের নির্বাচন পেছানোর...