আসন্ন দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ‘শারদীয় সুরক্ষা’ নামে একটি বিশেষ অ্যাপ চালু করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থাটি নিজস্ব প্রযুক্তি ও জনবল ব্যবহার করে অ্যাপটি তৈরি করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে এনটিএমসির প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় অ্যাপটির কার্যক্রম উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। সভায় এনটিএমসির কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও অংশ নেন। সভায় জানানো হয়, এই অ্যাপের মাধ্যমে পূজামণ্ডপে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা—যেমন প্রতিমা ভাঙচুর, প্রবেশে বাধা, কিংবা সামাজিক মাধ্যমে গুজব বা ধর্মীয় উসকানিমূলক কনটেন্ট—তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা যাবে। মাঠ পর্যায়ের আনসার সদস্যরা অ্যাপটি ব্যবহার করে দ্রুত সংশ্লিষ্ট থানা বা বাহিনীকে জানাতে পারবেন, ফলে দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব...