আবার ট্রাম্পের নতুন চমক! এবার নিশানায় চলচ্চিত্র শিল্প। আমেরিকার বাইরে তৈরি হওয়া সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এখন প্রশ্ন—বলিউড থেকে দক্ষিণী সিনেমা পর্যন্ত, কে কতটা ঝুঁকবে? ভিসা, অভিবাসন, বিদেশি পণ্য—সব কিছুতেই কঠোর নীতি নিচ্ছেন ট্রাম্প। এবার সেই তালিকায় যুক্ত হলো সিনেমা। হঠাৎ মনে হচ্ছে, শুধু সিনেমা নয়, ট্রাম্প যেন পুরো বিনোদন জগতকে “চেক” দিতে চাইছেন! সোমবার তিনি আবার ঘোষণা দেন। নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন “আমাদের সিনেমার ব্যবসা অ্যামেরিকা থেকে অন্য দেশ চুরি করে নিয়েছে। শিশুর থেকে লিজেন্স নিয়ে নেওয়ার মতো।" রয়টার্স জানায়, মে মাসে তিনি আগেও শুল্ক হুমকি দিয়েছিলেন, কিন্তু তখন বিস্তারিত কিছু না জানানোয় বিনোদন জগতের মধ্যে ধোঁয়াশা ছড়িয়েছিল। এবার ধোঁয়াশা কাটলো শুল্ক আসছে, এবং বড়সড়। দ্য গার্ডিয়ান লিখেছে, গত জানুয়ারিতে ট্রাম্প হলিউডের প্রবীণ...