দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে আগামী ২ থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে‘বিয়ন্ড বর্ডারস: এশিয়ার নিউ ওয়েভ’শীর্ষক সাংস্কৃতিক উৎসব। এশিয়ান কালচার সেন্টার (এসিসি) আয়োজিত এই উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ‘কাথ্যাকিয়া – দ্য সেন্টার অফ আর্টস’। গুয়াংজু শহরে তিন দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে সাতটি এশীয় দেশের তরুণ শিল্পীরা অংশ নিবেন বলে জানিয়েছে এশিয়ান কালচার সেন্টার। এই আয়োজনের মূল আকর্ষণ হবে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সংগীত ও নৃত্য পরিবেশনা। বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে ‘কাথ্যাকিয়া – দ্য সেন্টার অফ আর্টস’। উৎসবে অংশ নিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম হাসান ইশতিয়াক ইমরান এর নেতৃত্বে দেশ ছাড়েন চার সদস্যের দল। তার সঙ্গে রয়েছেন দেশের তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনন্দিতা খান, আসিফ মোহাম্মদ মোসাদ্দেক এবং অন্বেষা বিশ্বাস অগ্নি। আগামী শুক্রবার (৩ অক্টোবর)...