৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম এশিয়া কাপের ফাইনালে খেলতে না পারায় দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন লিটন কুমার দাস। খুব শিগগিরই এর প্রতিদান দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক। লিটন এমন সময় ক্ষমাপ্রার্থনা করলেন যখন এশিয়া কাপের রেশ মিলিয়ে আরেকটি সিরিজের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার থেকে আফগানিস্তানের বিপক্ষে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি। এর দুই দিন আগে মঙ্গলবার নিজের ভেরেফাইড ফেসবুক পোস্টে এশিয়া কাপ ও নিজের চোট নিয়ে হতাশার কথা ব্যক্ত করেন লিটন। “২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা...