নারায়ণগঞ্জে আনন্দমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। নগরীর মিশনপাড়া রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় হিন্দু সম্প্রদায়ের শত শত পূণ্যার্থী অংশগ্রহণ করেন। প্রদ্বীপ জ্বেলে শংখ বাজিয়ে উলুধ্বণি দিয়ে সাত বছর বয়সী শিশু রাজশ্রী ভট্টাচার্য্যকে দেবীর আসনে বসিয়ে তার চরণে প্রণাম করে পূজো আর্চনা করেন। পূণ্যার্থীরা করজোরে দেবীর কাছে শান্তি কামনা করে মন্ত্র পাঠ করেন। মনের বাসনা পূরণে করেন মানত। যাতে আগামী দিন জঞ্জলা, হানাহানি মুক্ত একটি সুন্দর বাংলাদেশ হয়। সাম্প্রদায়িক সম্প্রিতি আরো সুদৃঢ হোক। নগরীর মিশনপাড়া এলাকায় শ্রী রাম কৃষ্ণ মিশন আশ্রমে মঙ্গলবার বেলা এগারটা কুমারী রুপে দেবীর আসনে বসনে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রাজশ্রী ভট্রাচার্য। রাজশ্রী ভট্টাচার্য্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ১৪ নং ওয়ার্ডের দেওভোগ এলাকার ফটো সাংবাদিক দম্পতি পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্না ভট্টাচার্য্যের কন্যা। আনন্দমুখর পরিবেশে কুমারী পূজায়...