সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শরীয়তপুর জেলার ১০১টি মন্দিরে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। পূজা মন্ডপে চলছে ব্যাপক আয়োজন। আর এই পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন আনসার বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মোঃ জাহিদুল ইসলামসোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন। নির্ভয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি পূজা পালনের আহ্বান জানান। তিনি পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন।পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলার আনসার ভিডিপি’র প্রশিক্ষক ফররুখ আহমেদ সহ শ্রীশ্রী শ্যামসুন্দর জিউ মন্দির ও শ্রীশ্রী মহাদেব জিউ মন্দির কমিটি সভাপতি পুলিশ ও...