ইসরাইলি সেনাদের দীর্ঘমেয়াদি রিজার্ভ ডিউটির কারণে দেশটিতে ব্যাপক দাম্পত্য কলহ বা পারিবারিক সংকট তৈরি হয়েছে। ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) প্রকাশিত সর্বশেষ এক জরিপে উঠে এসেছে— প্রায় অর্ধেক দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে এবং অর্ধেকেরও বেশি শিশু মানসিক স্বাস্থ্যের অবনতিতে ভুগছে। ২০২৫ সালের এপ্রিল-মে মাসে পরিচালিত এই জরিপে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভ ডিউটিতে থাকা সেনা সদস্যদের পরিবারের ওপর তথ্য সংগ্রহ করা হয়। জরিপে দেখা গেছে, রিজার্ভ সদস্যদের স্ত্রীর প্রায় ৫০ শতাংশ বলেছেন, স্বামীর দীর্ঘ দায়িত্ব পালনের কারণে তাদের বৈবাহিক জীবনে সংকট তৈরি হয়েছে। এক-তৃতীয়াংশ নারী জানিয়েছেন, এ পরিস্থিতিতে তারা আলাদা হয়ে যাওয়া বা তালাকের কথা ভেবেছেন। সর্বোচ্চ ৫০ দিন দায়িত্ব পালনকারীদের স্ত্রীদের মধ্যে ৩৬ শতাংশ সম্পর্ক ক্ষতির কথা উল্লেখ করেছেন। তবে ২০০-৩৫০ দিন...