ঢাকা: বিশ্ব পর্যটন দিবসের এ বছরের প্রতিপাদ্য— ‘টেকসই উন্নয়নে পর্যটন’। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রতিপাদ্য যেন দিন দিন আরও দুরূহ হয়ে উঠছে। কারণ, দেশি পর্যটকদের জন্য ভ্রমণ—দেশে হোক বা বিদেশে—একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।ভিসা জটিলতা, হোটেল ভাড়ার ঊর্ধ্বগতি, নিরাপত্তার অভাব এবং বিনোদনের সীমাবদ্ধতা মিলিয়ে ভ্রমণ এখন আর আগের মতো সহজ ও আনন্দদায়ক নয়।বিশেষ করে সবুজ পাসপোর্টধারীরা বিদেশ ভ্রমণের শুরুতেই নানা সমস্যার মুখে পড়ছেন। ভিসা প্রক্রিয়া জটিল হওয়ায় অনেকেই আবেদন করতে সাহস পান না, আবার ভিসা পেলেও অনেককে বিমানবন্দর থেকে ‘সন্দেহজনক’ মনে করে ফেরত পাঠানো হচ্ছে।মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়াই এখন বড় চ্যালেঞ্জ।দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান ও কাতারে ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ।ভারত আগস্ট ২০২৪-এর পর থেকে পর্যটন ভিসা বন্ধ রেখেছে।ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশগুলো কঠোর শর্ত আরোপ...