কুমিল্লায় বেবি ট্যাক্সিচালক জসিম উদ্দিন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. এনামুল হক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোবারক হোসেন, আবদুল মালেক ও নুরুল ইসলাম। তিনজনই পলাতক রয়েছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় চৌদ্দগ্রাম মিয়া বাজার থেকে মোবারক হোসেন ও আবদুল মালেক ময়নামতি দেবপুর যাওয়ার কথা বলে বেবি ট্যাক্সিতে উঠেন। পথে পদুয়ার বাজারে তাদের সঙ্গে নুরুল ইসলাম যোগ দেন। পরে দেবপুর এলাকার বিন্দিয়ার চর ব্রিজের কাছে চালক জসিম উদ্দিনকে হত্যা করে ব্রিজের নিচে ফেলে রেখে তারা বেবি ট্যাক্সিটি নিয়ে...