গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার পক্ষে গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো সমর্থন জানিয়েছে। ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা হামাসকে এই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে। যদিও কিছু ফিলিস্তিনি এই প্রস্তাবকে ‘প্রহসন’ বলে নিন্দা জানিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, হামাস এই প্রস্তাবে সাড়া না দিলে, তাদেরকে আরও ধ্বংসের মুখোমুখি হতে হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র। আটটি আরব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্টের ভূমিকা এবং গাজায় যুদ্ধ শেষ করার জন্য তার আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানায় তারা। মুসলিম দেশগুলো বলেছে, আমরা যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে চুক্তিটি চূড়ান্ত ও বাস্তবায়নের লক্ষ্যে ইতিবাচক, গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার জন্য প্রস্তুত। এই দেশগুলোর মধ্যে রয়েছে— মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত...