নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ম্যানট্রাস্ট প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে বড় ধরনের ঋণ জালিয়াতির অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে যে, তৎকালীন ব্যবস্থাপনা পরিষদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে একই স্থাবর সম্পদের বিপরীতে দুইবার ঋণ অনুমোদন করেন, যা বর্তমানে সুদ-আসলে বিশাল অঙ্কে গিয়ে ঠেকেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, এই ঋণ জালিয়াতির ঘটনাটি নিয়ে দীর্ঘ তদন্ত পরিচালনা করা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন মামলার অনুমোদন দিয়েছে। দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, এফএএস ফাইন্যান্সের তৎকালীন ব্যবস্থাপনা পরিষদ এবং মেসার্স ম্যানট্রাস্ট প্রোপার্টিজ (প্রাইভেট) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক যোগসাজশ করে নিয়মবহির্ভূতভাবে ঋণ অনুমোদন করেন। একই স্থাবর সম্পদের বিপরীতে ত্রি-পক্ষীয় চুক্তির আড়ালে...