কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার ড্রেন নির্মাণ কাজ করার সময় গ্যাস লাইন লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় পুরো শহরের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া রফিকুল ইসলাম মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে নির্মাণাধীন সড়কের ড্রেন তৈরির কাজ করার সময় ড্রিল মেশিন ব্যবহার করা হয়। এতে মাটির নিচে থাকা গ্যাস লাইনের দুটি স্থানে ছিদ্র হয়ে যায়। সঙ্গে সঙ্গে লিকেজ হওয়া গ্যাস থেকে আগুন ধরে যায়, এতে হারুন মিয়া (৪০) ও কালাম মিয়া (৩৯) নামে দুইজন নির্মাণ শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের...