মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত মেঘনা আলমের আবেদন নাকচ করেন। পরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি এ কথা বলেন। এদিন সকাল ১১টার দিকে হাতে কুরআন ও মাথায় হিজাব পরে আদালতে আসেন তিনি। কিছুক্ষণ পর শুনানি শুরু হয়। শুনানিতে মেঘনা আলম বলেন, মামলার তদন্ত কর্মকর্তাকে পাসওয়ার্ড দিয়েছি। তার সঙ্গে যোগাযোগ আছে। তিনি বলেছেন, আপনাকে আসতে হবে না। আনলক করা গেছে। আন্তর্জাতিক পর্যায়ে আমার একটা গুরুত্বপূর্ণ ট্যুর আছে। মোবাইল ও পাসপোর্ট আমার জন্য খুবই জরুরি। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী মহসীন রেজা সাংবাদিকদের উদ্দেশ বলেন, তদন্ত কর্মকর্তা আদালতে সময় চেয়ে একটি পিটিশন দেন। সেখানে তিনি ফরেনসিক রিপোর্ট শেষ না হওয়ায় সময়ের আবেদন করেন। সে কারণে আজ পাসপোর্ট ফেরত চেয়ে আমাদের করা পিটিশন আবেদন নামঞ্জুর করেছেন। তিনি...