ডানপন্থি রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে এক মন্তব্যের জেরে এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের টিভি উপস্থাপক জিমি কিমেলের শো বন্ধ করে দিয়েছিল ডিজনি মালিকানাধীন সংবাদমাধ্যম এবিসি। এরপরই এক সপ্তাহে প্রায় ১৭ লাখ পেইড সাবস্ক্রাইবার হারানোর খবর এসেছে চ্যানেলটির। মঙ্গলবার সামাজিক মাধ্যম প্লাটফর্ম ব্লুস্কাই’তে এক পোস্টে ‘হ্যান্ডবাস্কেট’-এর প্রতিষ্ঠাতা ও রিপোর্টার মারিসা কাবাস লিখেছেন, ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে নিজেদের পেইড ডিজনি স্ট্রিমিং প্ল্যান বাতিল করেছেন ১৭ লাখেরও বেশি ‘পেয়িং’ গ্রাহক। মোট গ্রাহকদের মধ্যে ডিজনি+, হুলু ও ইএসপিএন-এর সাবস্ক্রিপশন রয়েছে, যা ডিজনির প্রথমবারের মতো এতো বেশি গ্রাহক হারানোর ঘটনা। জিমি কিমেলের শোর বাতিলের পর, গ্রাহক বাতিলের সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে ৪৩৬ শতাংশ বেশি ছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। তবে এ বিষয় এনগ্যাজেটের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ডিজনি+। এদিকে,...