অনেকেই চ্যাটবট ব্যবহার করতে পছন্দ করেন। তবে ব্যহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি তাদের এআই বটকে প্রশিক্ষণ দিচ্ছে, যেখানে সংগ্রহ করা হচ্ছে ব্যবহারকারীর আলাপও। বিষয়টি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঝূঁকিপূর্ণ। আপনি যদি এমনটি না চান তবে ব্যক্তিগত তথ্য শেয়ার করা ছাড়াই চ্যাটজিপিটি ব্যবহারের এক কার্যকর সমাধান রয়েছে। আমেরিকান দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে জেনে নিন সেই সমাধান– ব্যবহারকারী চাইলে এখন থেকে প্রাইভেসিকেন্দ্রিক সার্চ ইঞ্জিন ও ওয়েব ব্রাউজার ‘ডাকডাকগো’-তেও ব্যবহার করতে পারেন এসব চ্যাটবট। ওয়েব সার্চ ইঞ্জিন ও ব্রাউজার চালানো এ কোম্পানিটি তাদের চ্যাটবট ফিচারে কিছু পরিবর্তন এনেছে, যার ফলে ব্যবহারকারী এখন আরও বেশি নিরাপত্তা ও প্রাইভেসি নিশ্চিত করতে চ্যাটজিপিটি ও অন্যান্য জনপ্রিয় বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। যেসব ব্যবহারকারী কখনো-সখনো চ্যাটবট ব্যবহার করেন...