শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছে প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হয়েছেন। চিত্রনায়িকা পূজা চেরিও মণ্ডপে ঘুরে বেরিয়ে সেই আনন্দ ভাগ করে নিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন তারই কয়েকটি ছবি। ছবির ক্যাপশনে লিখলেন, “বলো দূর্গা মা কি জয়... শুভ অষ্টমী।”আরো পড়ুন:পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে: আইজিপিচার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে: আইজিপি চার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন নায়িকা হওয়ার পর পূজামণ্ডপে যাওয়া অভিজ্ঞতা কেমন—এমন প্রশ্নে পূজা বলেন, “মণ্ডপে গিয়ে কিছুটা ভিন্নতা অনুভব করেছি। কেউ কেউ সেলফি তুলতে এগিয়ে এসেছেন, আবার কেউ শুধু তাকিয়ে ছিলেন। মনে হয়েছে, অনেকে দ্বিধায় ছিলেন—আমি...