নিহত রাহুল শাহজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৃত আব্দুস সোবহানের পুত্র। এলাকাবাসী জানায়, সকালে রাহুল তার লিজ নেওয়া পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে ওই এলাকায় যান। কিছুক্ষণ পরই একদল সন্ত্রাসী ধারাল অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার পর রাহুল গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় যুবদলের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের...