সর্বশেষ তিন ‘বিতর্কিত’ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওঠা অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনকে সহায়তা দিতে সেখানে তিন কর্মকর্তাকে সংযুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব নাজমুল কবীর স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠি থেকে জানা যায়, ইসি সচিবালয়ের ১৩ আগস্টের স্মারক অনুযায়ী চার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে তিনজনকে স্থায়ীভাবে তদন্ত কমিশনে সংযুক্তির অনুরোধ করা হলেও পরে নতুনভাবে তিন কর্মকর্তাকে সংযুক্ত করা হলো। প্রথমে প্রস্তাবিত কর্মকর্তারা ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপ-সচিব মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক। পরে তাদের পরিবর্তে নতুন যাদের সংযুক্ত করা হয়েছে তারা হলেন উপ-সচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন...