সাতক্ষীরা:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীতে সুপেয় পানির সংকট লাঘবে একটি আধুনিক পানিশোধন প্লান্ট স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই প্লান্ট থেকে প্রতিদিন এক হাজার পরিবার তাদের খাবার পানির সংগ্রহ করতে পারবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কৈখালী ইউনিয়নের এস.আর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্লান্টটি উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এসময় তিনি বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তা প্রহরী ও আস্থার প্রতীক। উপকূলের মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানির সংকট। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবি ৫৬ লাখ টাকা ব্যয়ে পানিশোধন প্লান্ট স্থাপনের প্রকল্পটি গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় সৌরচালিত গভীর নলকূপ, পানি বিশুদ্ধকরণ ইউনিট ও সংরক্ষণ ট্যাংক স্থাপন করা হয়েছে। যেখান থেকে প্রতিদিন এক হাজার পরিবার বিশুদ্ধ খাবার পানি পাবে। এ সময় তিনি আরো বলেন, বিজিবি শুধু...