টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দুই দশকেরও বেশি সময় কাজ করছেন সিনেমাতে। বর্তমানে পর্দায় তাকে সেভাবে দেখা না গেলেও তার গ্ল্যামার আজও রয়েছে অটুট। তার ছিপছিপে গড়ন, দাগ ছোপহীন ত্বক এখনো দর্শকের হৃদয়ে ঝড় তোলে। তবে অবাক করার বিষয় হলো, তেতাল্লিশ পেরিয়ে গেলেও টালিউডের এই অভিনেত্রীর বয়স যেন তেইশে আটকে গিয়েছে। তার সৌন্দর্য নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। অনেকেই জানতে চান কোয়েল কীভাবে নিজেকে এতো ফিট রেখেছেন। এই উত্তরে কোয়েল তার সৌন্দর্যের রহস্য নিজেই এক সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন। ১. ঘরোয়া উপায় রূপচর্চাকোয়েল ত্বকের যত্নে নামি-দামি কসমেটিক ব্র্যান্ড ব্যবহার করেন না। একেবারে ঘরোয়া উপায় ত্বকের বিশেষ যত্ন নেন। ঘরে থাকা বেসন, হলুদ, মধু, মুসুর ডাল, পাকা পেঁপে, দই, কলা দিয়েই রূপচর্চা করে থাকেন। এতেই তার ত্বকে প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা আসে। ২. কঠোর...