পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রেন ছাড়তে দেরি করাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শরৎনগর স্টেশনে এ ঘটনা ঘটে।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি।রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস (৭০৫) ট্রেনটি লাইনচ্যুত হয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামত কাজ চলমান থাকায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে শরৎনগর স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনটিকে থামিয়ে রাখা হয়। ভাঙ্গুড়া স্টেশনে ক্ষতিগ্রস্ত রেললাইনে কাজ শেষ না হওয়ায় ওই ট্রেনটি ছাড়তে দেরি হয়। কিন্তু এ নিয়ে যাত্রীরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন।আ.লীগ ছাড়লেন ৫ নেতাপ্রথমে তারা স্টেশন মাস্টার তওহীদের সাথে তর্কবিতর্ক ও মারধরের চেষ্টা চালান। এরপর...