পিরোজপুরে কাউখালি উপজেলায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চীন-মৈত্রী সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়েছে। এতে সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার সকালে কঁচা নদীর ওপর নির্মিত সেতুর উপজেলার বেকুটিয়া অংশে এ ঘটনা ঘটে বলে জানান কাউখালী থানার ওসি মো. সোলায়মান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠীর রাজাপুর থেকে একটি পিকআপ পিরোজপুরের দিকে যাচ্ছিল। পথে কাউখালি প্রান্তে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে অষ্টম চীন-মৈত্রী সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপর পিকআপ রেখে পালিয়েছে চালক। খবর পেয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপটি সরিয়ে নেন। সেইসঙ্গে সেতুর ক্ষতিগ্রস্ত অংশের মেরামত কাজ শুরু করা হয়। এ ছাড়া পিকআপটি কাউখালি থানা হেফাজতে রয়েছে। ওসি সোলায়মান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেতুতে যানবাহন চলাচল...