এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের জের ধরে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সংঘর্ষ ও সহিংসতার বিষয়ে তদন্ত করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম। খাগড়াছড়ির জেলা প্রশাসক বলেছেন, অবরোধ প্রত্যাহারের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রুতই ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আন্দোলনকারীদের দাবি পূরণের জন্য অবরোধ প্রত্যাহার করা প্রয়োজন। সাম্প্রতিক ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক পরিদর্শনকালে হতাহত ও সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্ষতিপূরণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি। এ বি এম...