নাটোরের গুরুদাসপুর উপজেলার পিপলা এলাকায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯৯ মিটার দীর্ঘ ব্রীজের টপ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন এবং চলমান প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন। উদ্বোধন শেষে ইউএনও ফাহমিদা আফরোজ দেশ রূপান্তরকে বলেন, “ব্রীজটি সম্পন্ন হলে চলনবিলের কৃষকসহ সাধারণ মানুষ যাতায়াত ও পণ্য পরিবহনে ব্যাপক...