লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর এ উৎসব শেষ হবে। এ সময়ে যাতে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেজন্য ২৬ সেপ্টেম্বর থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত দায়িত্বাধীন এলাকায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে যে কোনো অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র্যাব-৭ সার্বক্ষণিক প্রস্তুত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড...