৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে সউদী আরবের সর্বশেষ জাতীয় দিবসের বিজ্ঞাপন। বিজ্ঞাপনটিতে দেশটির দীর্ঘদিনের প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে দর্শকদের আহ্বান জানানো হয়েছে দেশটির সমৃদ্ধ সংস্কৃতি, বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি ও প্রাণবন্ত আধুনিক জীবনধারা আবিষ্কারের জন্য। মজার ছলে ও জীবন্ত গল্প বলার মাধ্যমে বিজ্ঞাপনটি সউদী আরবের এক নতুন চিত্র তুলে ধরেছে। যেখানে দর্শকদের কেবল শোনা নয়, সরাসরি অভিজ্ঞতা নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। স্টেরিওটাইপ ভাঙছে সউদী আরব:বিজ্ঞাপনের শুরুতেই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়: “সউদী আরব নিয়ে কী শুনেছেন?”—এই সংলাপের মাধ্যমেই তৈরি হয় ধ্যানধারণা ভাঙার ভূমিকা। পুরোনো তেল খনি বা উটের চিত্রের পরিবর্তে দেখা যায় ব্যস্ত, আধুনিক নগর জীবন। হালকা হাসি ঠাট্টায় মেতে উঠে বিজ্ঞাপনটিতে সউদী সমাজের পরিবর্তিত রূপকে সামনে এনেছে। বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি ও পর্যটন...