রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করায় ছাত্রদল নেতার প্রশংসাপত্র ও চারিত্রিক সনদপত্র বাতিল করেছে উর্দু বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করায় ছাত্রদল নেতার প্রশংসাপত্র ও চারিত্রিক সনদপত্র বাতিল করেছে উর্দু বিভাগ। গত ২৪ সেপ্টেম্বর বিভাগের একাডেমিক কমিটিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আইনি ব্যবস্থা নিতে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছে একাডেমিক কমিটি। অভিযুক্ত ছাত্রদল নেতা হলেন বুলবুল রহমান। তিনি উর্দু বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি বর্তমান ছাত্রদলের রাবি শাখার সহ-সভাপতি। ভুক্তভোগী দুই শিক্ষক হলেন, উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ শহীদুল ইসলাম ও একই বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন। গত ২২ সেপ্টেম্বর বিকেলে ওই দুই শিক্ষককে নিয়ে...