খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, অবরোধ প্রত্যাহারের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রুতই ১৪৪ ধারাও তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলার গুইমারায় সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক এসব কথা বলেন। পরিদর্শনকালে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে আন্দোলনকারী প্রতিনিধিদলের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। বৈঠকে আন্দোলনকারীরা ৮ দফা দাবি পেশ করেন। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। যে ৮টি দাবি তারা দিয়েছেন, তার ৭টি প্রক্রিয়াধীন রয়েছে। আলোচনার টেবিলেই সমাধান হবে। তাদের দাবি-দাওয়া পূরণের জন্য অবরোধ প্রত্যাহার করা প্রয়োজন। সাম্প্রতিক ঘটনা তদন্তে...