চোট থেকে সেরে উঠেছেন জোয়াও নেভেস। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে পর্তুগিজ এই মিডফিল্ডারকে পাচ্ছে পিএসজি। শঙ্কা কাটিয়ে শিরোপাধারীদের দলে আছেন তারকা মিডফিল্ডার ভিতিনিয়াও। একটি দুঃসংবাদও আছে ফরাসি চ্যাম্পিয়নদের জন্য। জর্জিয়ান লেফট উইঙ্গার খাভিচা কাভারাৎস্খেলিয়াকে আসছে ম্যাচটিতে পাচ্ছে না তারা। বার্সেলোনার মাঠে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরে দ্বিতীয় ম্যাচ খেলবে পিএসজি। বাংলাদেশ সময় রাত একটায় শুরু মাঠের লড়াই। আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযান শুরু করে পিএসজি। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান নেভেস। যার ফলে লিগ আঁয় মার্সেই ও অক্সেরের বিপক্ষে খেলতে পারেননি ২১ বছর বয়সী ফুটবলার। হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়েই স্কোয়াডে ফিরলেন নেভেস। অক্সেরের বিপক্ষে ২-০ গোলে জেতা গত শনিবারের লিগ ম্যাচে অস্বস্তি নিয়ে মাঝপথে মাঠ ছাড়েন ভিতিনিয়া ও...