কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন শো ব্যাচেলর পয়েন্টের সাথে বিশেষ অংশীদারিত্বে দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো, বলে জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো। এই মাইলফলক উদযাপনে এবার শোটির বহুল প্রতীক্ষিত ‘বছরের সবচেয়ে বড় বাচেলর ট্রিপ’ স্পেশাল এপিসোডের আরও আনন্দ-হাসি, পাগলামি ও অবিস্মরণীয় মুহূর্তের সঙ্গী হতে যাচ্ছে অপো এ৬ প্রো। উদ্ভাবন ও বিনোদনকে একত্রিত করার ক্ষেত্রে অপোর দৃষ্টিভঙ্গি তুলে ধরে এ সহযোগিতা; একইসাথে, যা দেশের তরুণসমাজের লাইফস্টাইলের জন্য অনুকরণীয়। ব্যাচেলর পয়েন্টের কাহিনীর সাথে যুক্ত অপো এ৬ প্রোর এই অংশীদারিত্ব দেখায় প্রযুক্তি কীভাবে ভ্রমণ, বন্ধুত্ব ও মজাদার অ্যাডভেঞ্চার একসূত্রে গাঁথা, যা বাংলাদেশের দর্শকদের সাথেও গভীরভাবে সম্পর্কিত। স্পেশাল এপিসোডে দেখা যাবে, গ্যাংটি হাস্যরস ও আবেগ সহ একটি অবিস্মরণীয় যাত্রায় বের হয়, যেখানে অপো এ৬ প্রো নিখুঁত ভ্রমণসঙ্গী হয়ে ওঠে। বিস্ময়কর...