জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় টিসিবির খাদ্যবান্ধব কর্মসূচির চাল কেনাবেচাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আহত হন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পাঠানপাড়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে টিসিবির চাল ক্রয়-বিক্রয়ে জড়িতদের ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। স্থানীয়রা জানান, জেলার ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি চলে। সেখানে সুবিধাভোগীদের থেকে টিসিবির চাল ক্রয় করেন হোপ গ্রামের খায়রুল মেম্বারের ছেলে শাহিনুর ইসলাম সুমন। পরে অবৈধভাবে ক্রয় করা চাল বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় তা আটক করে খায়রুল ইসলামের (মেম্বার) প্রতিপক্ষ মাসুদ মেম্বারের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে বড়তারা...